Pages

Friday, April 22, 2011

Typing Software

Ease of Use
The features and instructions for the typing software should be easy to find and simple enough for anyone, of any age and with any skill level, to use and learn. The typing software should be easy to install and should not cause errors during installation.

If you're looking to increase your typing speed, accuracy or 10-key skills, typing software offers the lessons you need to get the job done. You can focus your typing practice on anything from just one hand to one finger.


Download 4.8 MB softwere


Download




Sunday, April 17, 2011

মহা গ্রন্থ আল কোরআন


মহা গ্রন্থ আল কোরআন (ই-বুক)

হযরত ওসমান (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন,তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে (বুখারী)

হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন, কোরআনে পারদর্শী ব্যক্তি উচ্চ মর্যাদাসম্পন্ন ফেরেশতাগণের সমমর্যাদাভূক্তআর যে কষ্ট করে থেমে থেমে কোরআন পাঠ করে তার জন্য দ্বিগুন সওয়াব। ( বুখারী ও মুসলিম)

হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন,নিশ্চয় আল্লাহ তাআলা এ কোরআনের কারনে এক দলকে উচ্চ মর্যাদায় সমাসীন করবেন আর অন্য দলকে অধঃপতিত করবেনঅর্থ্যা এক দল কোরআনকে নিজেদের জীবন বিধান হিসেবে মেনে নেয়ার কারনে উচ্চ মর্যাদার অধিকারী হবেআর অন্য দল কোরআনকে জীবন বিধান হিসেবে না মানার কারনে হবে লান্ছিত ও অধঃপতিত।(মুসলিম)

 
m¤ú~b© †KviAv‡bi Abyev` wb‡Pi wjsK †_‡K WvDb‡jvW evU‡b wK¬K K‡i Ki“b|




Friday, April 15, 2011

Palringo

“পালরিঙ্গো” একটি সহজ সরল মালটি প্লাটফর্ম মেসেন্জার . . .

 

Palringo Mobile IM

Palringo is the ultimate IM - bringing Group chat, Voice and Photo messaging to most mobile and desktop devices. We also support the addition of other major services like Facebook, MSN and Yahoo all within one application.

ইদানীং প্রায় সবারই বিভিন্ন প্রয়োজনে একটার বেশী ইমেইল আইডি থাকে। আর ইন্টারনেটে সংযুক্ত থাকা অবস্থায় চ্যাটের জন্য অনেকেই অনেক ধরনের মেসেন্জার ব্যবহার করে থাকেন। সব গুলো আইডি এক সাথে লগিনের জন্য বিভিন্ন ধরনের মালটি প্লাটফর্ম মেসেন্জার আছে, যেমন : ট্রিলিয়ান, পিডজিন, নিমবাজ, ডিগসবাই ইত্যাদি বেশী ব্যবহৃত । “পালরিঙ্গো” সে এরকম একটি মেসেন্জার।

আমি আলাদা করে এটির কথা বলছি এ কারণে যে শুধু বেসিক সুবিধা যেমন : চ্যাটিং, ইমেজ শেয়ারিং, গ্রুপ জয়েনিং এর জন্য এটি অনন্য । আমার কাছে এটির সবচে পছন্দনীয় দিক হলো এটা অনেক রিসোর্স সাশ্রয়ী। আর এর কম্পিউটারের পাশাপাশি মোবাইলে ব্যবহারযোগ্য ভার্সনও রয়েছে। মাত্র ২ মেগাবাইটের চেয়েও কম এ সফটওয়ারটি 

 

DOWNLOAD



PC World

প্রিয় টেক ম্যাগাজিন- পিসি ওয়ার্ল্ড নিউজিল্যান্ড এডিশন, এপ্রিল ২০১১ সংখ্যা

 রহস্য সমাধান কার না ভাল লাগে? পিসির ২১টি টেকি রহস্যের সমাধান নিয়ে কভার স্টোরি করেছে নিউজিল্যান্ডের পিসি ওয়ার্ল্ডের এই মাসের সংখ্যায়। পাশাপাশি ল্যাপটপ নিয়ে বেঞ্চমার্কিংটা ল্যাপটপ কেনার আগে গাইড হিসেবে কাজ করবে। ডিএসএলআর ক্যামেরা নিয়ে আর্টিকেলটাও বেশ ভাল লেগেছে। আশা করি সবারই ভাল লাগবে এবং কাজে আসবে।

 

……

 

Biprotip By Lalon Band Bangla

Noboborsho


আমি বৈশাখ মাস বলছি…..’আমি করি নতুনেরই আহ্বান’…শুভ বাংলা নববর্ষ


এসো, এসো, এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
সরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক”…….রবীন্দ্রনাথ ঠাকুর__




Tuesday, April 12, 2011

Avast Internet Security up to 2050


Avast Internet Security ৬.১ ফুল ভার্সন ২০৫০ পর্যন্ত 

Review:
Avast made great strides in its previous update. Version 5 set the stage for the modern, massively popular, and free security suite with a new interface that ditched a quirky, late-'90s jukebox style for a more polished look. Easier to navigate, it also became easier to add new features.


সবাই ভাল আছেনতো আশা করি ভাল থাকবেন যারা ইতিমধ্যে Avast ব্যাবহার করেন বা করেছেন তারা ত জানেনই আর যারা করেননি তাদের বলবো আমি এখন পর্যন্ত যত অ্যান্টিভাইরাস ব্যাবহার করেছি তার মধ্যে Avast ইজ বেস্ট কথা না বারিয়ে কাজ করি

প্রথমে ডাউনলোড করে ইন্টারনেট অন রেখে ইন্সটল করুণ নরমালি ইন্সটল করবেন শুধু Participet in avast community তে টিক উঠিএ দিন



ইন্সটল শেষে রিস্টার্ট দিন কম্পিউটার অন হবার আগে F8 চাপুন মানে Safe Mode এ ঢুকতে হবে F8 চাপলে যে অপশন আশবে সেখান থেকে Safe Mode Highlight করে এন্টার চাপুন



এবার আপনার ইউজার বা এডমিনিস্ট্রেটর এ লগ ইন করুণ কোন কিছু আসলে Yes করুণ





লগ ইন হলে Avast Crack টা কপি করে Program Files>Avast Software>Avast এ পেস্ট করুণ


অন হলে নেট কানেক্ট হলে Security Zone চাবে সেখানে Home বা Office সিলেক্ট করুণ


এবার Avast run করে Maintenance>Subscription এ দেখুন Active দেখাবে ২০৫০ সাল পর্যন্ত





এবার উপরে ডান কোনায় Settings>Update>Program>Manual Update.. সিলেক্ট করুণ

Speed Boot Racer

BootRacer Checks Your System’s Boot Speed
Startup timer utility BootRacer checks your startup speed between reboots, eliminating the need to hold a stop watch while tweaking your machine for faster boot speeds.

খুব সহজেই আপনার উইন্ডোজ এর বুট টাইম অর্থা আপনার কম্পিউটার অন হতে কত সময় লাগে তা জেনে নিন


It easy to know how much your PC take time for START

আমরা তো প্রত্যেক দিনই কম্পিউটার চালাইকিন্তু আমরা কি জানি? আমাদের কম্পিউটার টি অন হতে বা লগিন হতে কত সময় লাগছে? সাধারনত এটা কিছুটা প্রসেসর এর উপর ডিপেন্ড করেতবে আপনি যদি আপনার কম্পিউটার এর বুট টাইম টেস্ট করতে চান তা হলে Boot Racer সফটওয়্যার টি ব্যাবহার করতে পারেনএটি দিয়ে আপনার কম্পিউটার এর বুট টাইম কত তা জানা যাবেআমার ডেস্কটপে বুট টাইম সর্বোনিন্ম 30 সেকেন্ড সময় লেগেছে icon smile খুব সহজেই আপনার উইন্ডোজ এর বুট টাইম অর্থাৎ আপনার কম্পিউটার অন হতে কত সময় লাগে তা জেনে নিন। | Techtunesএটা ১ মিনিটের নিচে থাকলে আপনার বুট স্পীড রেটিং হবে “Excellent”আর যদি ১ মিনিটের বেশি সময় লাগে তা হলে বুঝবেন আপনার কম্পিউটার এর কিছু ট্রিটমেন্ট করা দরকার


Once installed, testing your boot speed is as simple as launching BootRacer and clicking the Race It button, which will prompt you for a few settings and then reboot your machine. By default the application is set to run at every boot and display your results with a tray icon balloon, but that can be easily changed in the settings. Once you've got your baseline timing, you should use Gina's complete guide to speeding up your PC's startup to increase your rating—and more importantly, your boot speed.

BootRacer is a free download, Windows only. The utility only worked on Windows XP in my testing, but Windows Vista is supposed to be supported—so if you get it working, let us know in the comments.


1 st download softwere from here 



তারপর ইন্সটল করে নিনএবং ইন্সটল করার পর আপনার পিসি রিস্টার্ট করবেনঅথবা সফটওয়্যার টি চালু করে “Start” এ ক্লিক করে “yes” এ ক্লিক করবেন তা হলে রিস্টার্ট হওয়া শুরু হবে


 
তারপর পর পিসি যখন আবার ওপেন হবে তখনই অটোমেটিক ঐ সফটওয়্যার টি চালু হবে এবং কয়েক সেকেন্ড এর মধ্যেই হিসাব করে বের করবে যে আপনার কম্পিউটার অন হতে কত সময় লাগলো




এই ভাবে প্রত্যেক দিনের সময় এরকম ভাবে দেখাবেএবং তা হিস্ট্রি তে সেভ হয়ে থাকবেআপনি চাইলে Show History তে ক্লিক করে তা দেখতে পারেন



Past your picture in folder background

Folder Background Images in WinXP


This brief tutorial explains how to add a background image to any folder in Windows XP.

 First, make sure all hidden files are visible on your system. Then, open the folder for which you wish to add a background image. Within the folder, right-click and select Properties » Customize tab » Customize. There, choose any icon, click Apply and OK.

  To customize this according to your needs, edit the path in the last line to reflect to the location of the image you wish to use as the background image for that folder. Refresh the folder and the new background should appear.

Folder Backroundএ দিন আপনার ছবি মাত্র ৫১ কেবি software দিয়ে ।।

প্রথমে এই লিঙ্ক থেকে Download করুন নিচে screen shot দিয়ে দিচ্ছি।।।
Download করার পর আপনি যে Folder backround ছবি দিবেন সে ফোল্ডারে software টি copy করে paste করবেন এবং backround ছবি দেওয়ার পর software টি ডিলেট করে ফেলুন আর মূল software টা এক জায়গায় রেখে দিন

 




Next button এ ক্লিক করুন।।




Modify backround a select করে Next চাপুন





Browse এ ক্লিক করে আপনার পছন্দের ছবি select করুনতার পর next a click করুন।।।Folder থেকে বের হয়ে আবার ঢুকলে আপনার কাঙ্কিত ছবি দেখতে পাবেন।।।।আর ছবি ডিলেট করতে চাইলে আবার software টি open করে modify backround select না করে remove customiziton করলে ছবি চলে যাবে।।।।
বি:দ্র:- জানিনা কতটা বুঝাতে পেরেছি যদি কারো বুঝতে অসুবিদে হয় কমেন্ট করবেন।।।।।।।।।।।।।।।



ViVi Cursor is an easy to use


আপনার মাউসের কারসার কে রংধনু ডিজাইন দিয়ে দেখুন। (মজার একটা সফটওয়্যার

 

ViVi Cursor is an easy to use Windows cursor trail enhanced software, which brings your exciting desktop effects to life! ViVi Cursor is an easy to use Windows cursor enhanced software, which brings your exciting desktop effects to life! ViVi Cursor produces a variety of user selectable cursor trails that directly interact with your mouse cursor to produce a wide...

OS: Windows 95, Windows 98, Windows Me, Windows NT, Windows 2000, Windows XP, Windows 3.1




আজ আমি আপনাদের একটা মজার সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব! সফটওয়্যারটির নাম ViVi Cursor এর সফটওয়্যার টি আসলেই মজারমাউসের কারসার কে আধুনিক ডিজাইন দিয়ে আরও আকর্ষণীয় কর তুলে  আমার জানামতে এই সফটওয়্যার মোটামুটি অপরিচিতএই সফটওয়্যারটিতে কয়েক ধরনের ডিজাইন পাবেন এবং সেগুলো ইচ্ছে মত বদলাতে পারবেন সফটওয়্যার টি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন এবং আপনার কম্পিউটার এর কারসার এর ডিজাইন পালটে দিন

নিচে কিছু স্ক্রিনশট দেখেনিন










স্টাইল চেঞ্জ করার জন্য ট্যাস্কবার থেকে ViVi Cursor আইকন এর উপরে  রাইট ক্লিক করুন এবং পছন্দের স্টাইল নামের উপর ক্লিক করুন
আমি আসলে অনেক দুঃখিত কারন আমি এই সফটওয়্যার টি এখন ফুল ভারসন খুজে দিতে পারছিনা
আপাতত ট্রায়াল ভারসন ব্যবহার করেনিন আমি পরে আবার আপনাদের জন্য ফুল ভারসন সফটওয়্যার টি সেয়ার করার চেস্টা করব! আর যদি কারোও কাছে থাকে তাহলে মন্তব্যের মাধ্যমে লিংকটি দিতে পারেন



Hide your file with out softwere

Software ছাড়া ফাইল লুকিয়ে রাখুন

 

আপনার বাড়িতে অন্যান্য ইউজারের হাত থেকে আপনার প্রয়োজনীয় ফাইলটি নিরাপদে বা লুকিয়ে রাখার জন্য এই টিপটি খু্বই উপকারী। একটু ভাবুন যদি একটি বাড়িতে অথবা একটি অফিসে অনেকজন ইউজার একই কম্পিউটার ব্যবহার করে, তাহলে এর মধ্যে আপনার ব্যক্তিগত ফাইলগুলো ১০০% নিরাপত্তার কোন ব্যবস্থা থাকে না। আপনি হয়তো বা ৩য় কোন সফ্*টওয়্যার ব্যবহার করবেন আপনার ফাইলটির নিরাপত্তার জন্য, কিন্তু আপনার মাইক্রোসফ্ট উইন্ডোজ এ এর কোন প্রয়োজনই নেই। আপনি উইন্ডোজ (এক্সপি, ভিসটা) এ এট্রিব কমান্ড ব্যবহার করে সহযেই আপনার ফাইল অথবা ফোল্ডারটির এট্রিবিউট (রিড অনলি, হিডেন) চেন্ঞ্জ করতে পরেন, এবং আপনার ফাইলটিকে দিতে পারেন ১০০% নিরাপত্তা।
নিন্মানুসারে ফাইল/ফোল্ডারের এট্রিবিউট (Attribute) এডিট করতে হয়:-
১. আপনার যে ফাইল/ফোল্ডারটি হাইড করতে পান তার পাথটি ভাল করে দেখে নিন। (উদাহরণস্বরুপ ধরুন আমার কম্পিউটারে D:\ ড্রাইবে sample নামে একটি ফোল্ডার আছে)
২. প্রথমে start মেনু থেকে run ডায়ালগ বক্স খুলুন, এর মধ্যে সিএমডি (cmd) লিখে ok চাপুন।
৩. এবার টাইপ করুন এই কমান্ডটি attrib +s +h D:\sample এবং ইন্টার চাপুন কমান্ডটি এক্সিকিউটের জন্য।
৪. এই কমান্ডটি আপনার D:\ ড্রাইব থেকে sample নামের ফোল্ডারটি হাইড করে ফেলবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন।
৫. অন্য কেই এই ফোল্ডারটি আনহাইড করতে পারবে না। “Show hidden files and folders” অপশনটি ব্যবহার করে ও নয়।
৬. আপনি যখন ফোল্ডারটি আনহাইড করতে পান তখন আবার কমান্ড প্রম্পট খুলুন এবং এই কমান্ডটি attrib -s -h D:\sample টাইপ করে এন্টার চাপুন, তাহলে আপনার ফোল্ডারটি আনহাইড হয়ে যাবে।
(বিশেষ দ্রষ্টব্য:- আপনি যদি কোন ফোল্ডার হাইড/আনহাইড করতে চান তাহলে আপনাকে কমান্ড দেওয়ার সময় শুধু ফোল্ডারের নাম টাইপ করলেই চলবে, কিন্তু যদি কোন ফাইল হাইড/আনহাইড করতে হয় তাহলে আপনাকে কমান্ড দেওয়ার সময় ফাইলটির নাম সহ ফাইল টাইপটি লিখতে হবে। যেমন:- .jpeg , .mpeg , .rar , .doc etc)।
ধন্যবাদ

 

 

Monday, April 11, 2011

Flash Clock

উপভোগ করুন কিছু অসাধারন Flash Clock

 



আমরা অনেকেই Flash Clock ব্যাবহারের জন্য অনেক সময় নকিয়া ও অন্যান্য মোবাইল এ পুরো theme apply করতে থাকি। যা অনেকটা যামেলা ও ব্যয়বহুল । এখানে আমি মোবাইলের জন্য অনেকগুলো অসাধারন Flash Clock শেয়ার করলাম।
 

এখানে ক্লিক করে Download করে নিন।(1.34 MB)



সবাই ভাল থাকবেন।

 

 

Sea Fish















Sunday, April 10, 2011

Picture editor BIBBLE 5 PRO (portable)

Picture editor BIBBLE 5 PRO (portable)


Bibble 5 is an ambitious project to revolutionize Digital Photographic Workflow. Expanding on Bibble 4's speed and power, Bibble 5 is designed to unite unparalleled photographic editing capability and blazing speed in a sleek, modern interface. Bibble 5 offers Complete Selective editing - apply essentially any image adjustment to the whole image, or just a portion of the image - Asset Management that is fast and flexible, and an intuitive design that's easy to learn, and is up to 88 times as fast as other similar applications.

BIBBLE 5 PRO (portable) 


 



এটি একটি ফটোগ্রাফির অসাধারন সফটওয়্যার।যারা আমার মত ফটোশপের “ফ” জানেন না তাদের জন্য আদর্শ সফটওয়্যার এটি।আপনার প্রিয় ছবিটির যদি কোন খুঁত থেকে থাকে যেমন ধরুন,কালার,লাইট কম কিংবা অন্য কোন সমস্যা তবে এই সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজেই নিজ হাতে তা ঠিক করতে পারবেন।মন খারাপ করে থাকতে হবে না প্রিয় কোন ছবির জন্য।কিংবা ধর্ণা দিতে হবে যারা ফটোশপ জানেন তাদের কাছে।


হ্যাঁ ঠিক এভাবেই ধীরে ধীরে আপনি নিজ হাতে পরিবর্তন ঘটাতে পারবেন আপনার ছবিটির।

আসুন পরিচিত হই এর কিছু কারিগরি দক্ষতার একাংশ ছবির মাধ্যমে।

 

পোর্টেবল এই সফটওয়্যারটি যারা ডাউনলোডে আগ্রহী তারা তৈরী হোন ১৭২ মেগাবাইটের এই সফটওয়্যারটি Download জন্য।


Download