Pages

Tuesday, April 12, 2011

Speed Boot Racer

BootRacer Checks Your System’s Boot Speed
Startup timer utility BootRacer checks your startup speed between reboots, eliminating the need to hold a stop watch while tweaking your machine for faster boot speeds.

খুব সহজেই আপনার উইন্ডোজ এর বুট টাইম অর্থা আপনার কম্পিউটার অন হতে কত সময় লাগে তা জেনে নিন


It easy to know how much your PC take time for START

আমরা তো প্রত্যেক দিনই কম্পিউটার চালাইকিন্তু আমরা কি জানি? আমাদের কম্পিউটার টি অন হতে বা লগিন হতে কত সময় লাগছে? সাধারনত এটা কিছুটা প্রসেসর এর উপর ডিপেন্ড করেতবে আপনি যদি আপনার কম্পিউটার এর বুট টাইম টেস্ট করতে চান তা হলে Boot Racer সফটওয়্যার টি ব্যাবহার করতে পারেনএটি দিয়ে আপনার কম্পিউটার এর বুট টাইম কত তা জানা যাবেআমার ডেস্কটপে বুট টাইম সর্বোনিন্ম 30 সেকেন্ড সময় লেগেছে icon smile খুব সহজেই আপনার উইন্ডোজ এর বুট টাইম অর্থাৎ আপনার কম্পিউটার অন হতে কত সময় লাগে তা জেনে নিন। | Techtunesএটা ১ মিনিটের নিচে থাকলে আপনার বুট স্পীড রেটিং হবে “Excellent”আর যদি ১ মিনিটের বেশি সময় লাগে তা হলে বুঝবেন আপনার কম্পিউটার এর কিছু ট্রিটমেন্ট করা দরকার


Once installed, testing your boot speed is as simple as launching BootRacer and clicking the Race It button, which will prompt you for a few settings and then reboot your machine. By default the application is set to run at every boot and display your results with a tray icon balloon, but that can be easily changed in the settings. Once you've got your baseline timing, you should use Gina's complete guide to speeding up your PC's startup to increase your rating—and more importantly, your boot speed.

BootRacer is a free download, Windows only. The utility only worked on Windows XP in my testing, but Windows Vista is supposed to be supported—so if you get it working, let us know in the comments.


1 st download softwere from here 



তারপর ইন্সটল করে নিনএবং ইন্সটল করার পর আপনার পিসি রিস্টার্ট করবেনঅথবা সফটওয়্যার টি চালু করে “Start” এ ক্লিক করে “yes” এ ক্লিক করবেন তা হলে রিস্টার্ট হওয়া শুরু হবে


 
তারপর পর পিসি যখন আবার ওপেন হবে তখনই অটোমেটিক ঐ সফটওয়্যার টি চালু হবে এবং কয়েক সেকেন্ড এর মধ্যেই হিসাব করে বের করবে যে আপনার কম্পিউটার অন হতে কত সময় লাগলো




এই ভাবে প্রত্যেক দিনের সময় এরকম ভাবে দেখাবেএবং তা হিস্ট্রি তে সেভ হয়ে থাকবেআপনি চাইলে Show History তে ক্লিক করে তা দেখতে পারেন



No comments:

Post a Comment