Pages

Sunday, April 17, 2011

মহা গ্রন্থ আল কোরআন


মহা গ্রন্থ আল কোরআন (ই-বুক)

হযরত ওসমান (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন,তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে (বুখারী)

হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন, কোরআনে পারদর্শী ব্যক্তি উচ্চ মর্যাদাসম্পন্ন ফেরেশতাগণের সমমর্যাদাভূক্তআর যে কষ্ট করে থেমে থেমে কোরআন পাঠ করে তার জন্য দ্বিগুন সওয়াব। ( বুখারী ও মুসলিম)

হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন,নিশ্চয় আল্লাহ তাআলা এ কোরআনের কারনে এক দলকে উচ্চ মর্যাদায় সমাসীন করবেন আর অন্য দলকে অধঃপতিত করবেনঅর্থ্যা এক দল কোরআনকে নিজেদের জীবন বিধান হিসেবে মেনে নেয়ার কারনে উচ্চ মর্যাদার অধিকারী হবেআর অন্য দল কোরআনকে জীবন বিধান হিসেবে না মানার কারনে হবে লান্ছিত ও অধঃপতিত।(মুসলিম)

 
m¤ú~b© †KviAv‡bi Abyev` wb‡Pi wjsK †_‡K WvDb‡jvW evU‡b wK¬K K‡i Ki“b|




No comments:

Post a Comment